Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০২২

ক্ষুদ্রাস্ত্র কারখানা

বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) ১৯৭০ সালের ৬ এপ্রিল ৭.৬২ মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল টি-৫৬ উৎপাদনের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ২০০৬ সাল পর্যন্ত, বিওএফ খুব উচ্চমানের রাইফেল তৈরি করেছিল যা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বর্ডার গার্ডস অফ বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ ইত্যাদির মতো আধা-সামরিক ও সহায়ক বাহিনী দ্বারা ব্যবহৃত হয়।


আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য, বিওএফ ৭.৬২ মিমি স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল বিডি -০৮ উৎপাদনের জন্য একটি আপগ্রেডেশন প্রকল্প বাস্তবায়নের জন্য একটি অনন্য উদ্যোগ নিয়েছে।

নিম্নলিখিত শপ / সুবিধাগুলি রাইফেল উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছেঃ

১। রাইফেল মেশিন শপ-১
২। রাইফেল মেশিন শপ-২
৩। হিট এবং সারফেস ট্রিটমেন্ট শপ
৪। ইন্ডাকশন চুল্লি
৫। ফোর্জিং শপ
৬। কাঠের কাজের শপ
৭। রাইফেল প্রুফ রেঞ্জ